আমাদের হার্ডওয়্যার কোর্স টি বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। আকমল’স এ বিভিন্ন পেশা শ্রেণীর প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নিতে আসে। কেউ বা গ্রাজুয়েট ,আন্ডার গ্রাজুয়েট , আন্ডার ম্যাট্রিক। সবার কাজ শেখার বা জ্ঞান আহরণ করার ক্ষমতা এক রকম না। আমাদের বিশ্বাস যে কেউ চেষ্টা করলে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখার ক্ষমতা রাখে। তাই সব দিক বিবেচনা করে আমাদের কোর্স টি সাজানো হয়েছে।