মোবাইল রিপেয়ারিং এন্ড সার্ভিসিং এর মধ্যে সফটওয়্যার দিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মোবাইলকে প্রস্তুতকম্পানি এবং প্রসেসর এর উপর ভাগ করে , যে মোবাইল এর জন্যে যে সফটওয়্যার প্রয়োজন তা দিয়ে প্রশিক্ষণ দিয়ে থাকি। আমাদের আছে ৭ (সাত) টেরাবাইটের অফলাইন সফটওয়্যার ভান্ডার। যা আমাদের ২০০২ সাল থেকে একটু একটু করে জমানো হয়েছে। এটি আমরা সকল প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ শেষে দিয়ে থাকি । এছাড়াও আমরা বিশ্বের যে কোনো প্রান্তে অনলাইন সাপোর্ট দিয়ে থাকি।